সোমবার গাজা উপত্যকার কেন্দ্রস্থলে একটি শরণার্থী শিবিরে এবং দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি তাঁবু লক্ষ্য করে (সোমবার) সন্ধ্যায় ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এছাড়া মধ্য গাজার আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে আল-আওদা হাসপাতাল।
আরও পড়ুন: গাজায় নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু: জাতিসংঘ
হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় হাসপাতালের পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে হাসপাতালের কিছু অংশে পানি সরবরাহে বিভ্রাট দেখা দিয়েছে। ইসরায়েলি ড্রোন হামলায় হাসপাতালের প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর চলমান হত্যাযজ্ঞের মাঝে স্বাস্থ্যসেবা পরিষেবা রক্ষায় আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি হাসপাতালটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এসব ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৬০৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের অর্ধেকই নারী ও শিশু বলে জানিয়েছে তারা।