গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ক্যাম্পের ভেতরে আহলি ক্লাবের কাছে অবস্থিত একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায়।
হামলায় আটজন নিহতের খবর নিশ্চিত করেছেন চিকিৎসা কর্মীরা। সেইসঙ্গে আরও বেশ কয়েকজন আহত হয়েছে যাদের শিবিরের আল-আওদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: গাজা উপত্যকায় ইসরায়েলি গোলাবর্ষণে ১০ ফিলিস্তিনি নিহত
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের তাণ্ডবের প্রতিশোধ নিতে গাজায় হামাসের বিরুদ্ধে বড় আকারের আক্রমণ শুরু করে ইসরায়েল। ওই সময়ে প্রায় ১ হাজার ২০০ বেসামরিক ইসরায়েলি হামাসের নিহত হয় এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা।
মঙ্গলবার এক বিবৃতিতে গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনী ১২ জনকে হত্যা ও ৪৩ জনকে আহত করেছে। এর ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৪৬৭ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৯২১ জনে।