ফিলিস্তিনের মধ্যাঞ্চলীয় গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে সোমবার রাতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসল বলেন, ইসরায়েলি যুদ্ধবিমান শিবিরের পাশের দুটি বাড়ি লক্ষ্য করে হামলা চালালে ১২ ফিলিস্তিনি নিহত হন।
বাসাল বলেন, সিভিল ডিফেন্সের একটি দল এবং স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের উদ্ধারে তল্লাশি শুরু করেছে। ইতোমধ্যে নিহত ও আহতদের বেশিরভাগ নারী ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: মোসাদের সদর দপ্তরে হামলার দাবি হিজবুল্লাহর
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের তাণ্ডবের প্রতিশোধ নিতে গাজায় হামাসের বিরুদ্ধে বড় আকারের আক্রমণ শুরু করে ইসরায়েল। ওই সময়ে প্রায় ১ হাজার ২০০ বেসামরিক ইসরায়েলি হামাসের নিহত হয় এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা।
মঙ্গলবার এক বিবৃতিতে গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৬১৫ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: গত এক সপ্তাহে নিহত হিজবুল্লাহর সাত শীর্ষ কর্মকর্তা