গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত দুটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গাজার দারাজ তুফাহ জেলার শাবান আল-রইস ও আল-কারামা স্কুলে এ হামলা চালানো হয়।
স্কুল দুটিতে হামলার দায় স্বীকার করে ইসরায়েল বলেছে, ওই আশ্রয়কেন্দ্রগুলোর ভেতরে কমান্ড সেন্টার পরিচালনা করত হামাস। তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা।
হামলার পর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল থেকে একটি গাধার গাড়িতে করে এক ব্যক্তির মাথাবিহীন লাশ নিয়ে যাওয়া হচ্ছে। হতাহতদের স্থানীয় আহলি ব্যাপটিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়া দুই হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।
ইসরায়েলি হামলায় গাজার উত্তরাঞ্চল ব্যাপকভাবে বিধ্বস্ত হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি বর্তমানে গাজা সিটিতে আশ্রয় নিয়েছে।