গাজায় প্রবেশকারী ত্রাণবাহী ট্রাক লুটপাটের ঘটনায় লুটকারী গ্যাংয়ের ২০ সদস্যকে গুলি করে হত্যা করেছে হামাস। সোমবার দক্ষিণ গাজার রাফাহ শহরের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে হামাস পরিচালিত আল-আকসা টিভি।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এর মাধ্যমে উপজাতীয় কমিটির সহযোগিতায় ত্রাণবাহী ট্রাকে লুটের সঙ্গে জড়িতদের লক্ষ্য করে নিরাপত্তা অভিযানের সূচনা হলো।
নির্দিষ্ট উপজাতিদের লক্ষ্যবস্তু করা নয়, বরং এ ধরনের চুরি ও লুটপাট নির্মূল করাই এই অভিযানের উদ্দেশ্য।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাফাহর পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় কয়েক ঘণ্টা ধরে চলা অভিযানের সময় তারা ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় ৫০ ফিলিস্তিনি নিহত
ত্রাণবাহী শতাধিক ট্রাক জব্দ করার দুদিন পর এই অভিযান চালায় হামাসের নিরাপত্তা বাহিনী। ট্রাকগুলো থেকে ত্রাণ বিতরণ করতে না পারায় ওই অঞ্চলে ইতোমধ্যে মারাত্মক খাদ্য ঘাটতি দেখা দিয়েছে যা ব্যাপক জনঅসন্তোষের সৃষ্টি করেছে।
ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা ইউএনআরডব্লিউএ সোমবার এক্স পোস্টে জানিয়েছে, শনিবার গাজায় প্রবেশের পর জাতিসংঘের খাদ্যসামগ্রী বহনকারী ১০৯টি ট্রাকের একটি বহরে সহিংস লুটপাট চালানো হয়।
দুর্ভিক্ষের মুখে থাকা গাজাজুড়ে লুট করা এসব খাদ্যসামগ্রী কালোবাজারে চড়া দামে বিক্রি করা হয়ে থাকে। লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার দাবি জানিয়ে আসছে গাজাবাসী।