গ্রিসের পূর্বাঞ্চলীয় সামোস দ্বীপের একটি পাথুরে উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন।
সম্ভাব্য নিখোঁজ যাত্রীদের অনুসন্ধানে টহল জাহাজ, লাইফবোট ও স্থল বাহিনীর সমন্বয়ে একটি উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কোস্টগার্ড।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখনও স্পষ্ট নয়।
গ্রিসের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, শীতের মাসগুলোতে অভিবাসীদের আগমন ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে এ বছর অবৈধভাবে অনুপ্রবেশ বাড়বে বলে মনে করেন ওই কর্মকর্তা।
গত সোমবার ওই দ্বীপের উপকূলে একটি নৌকাডুবিতে ছয় শিশু ও দুই নারীসহ আট অভিবাসীর মৃত্যু হয়। তিন দিন না পেরোতেই ফের একই ঘটনা ঘটল।
পূর্ব এজিয়ান সাগরে অবস্থিত গ্রিসের সামোস ও অন্যান্য দ্বীপগুলোতে তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে অভিবাসীদের প্রবেশের মূল ট্রানজিট পয়েন্ট হিসেবে বিবেচনা করে থাকে অভিভাসনপ্রত্যাশীরা। সম্প্রতি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো চলমান যুদ্ধের কারণে এই রুটে অভিভাসনপ্রত্যাশীদের সক্রিয়তা বেড়ে গেছে।
বৃহস্পতিবার গ্রিসের বেসরকারি স্কাই টেলিভিশনকে অভিবাসনমন্ত্রী নিকোস পানাগিওটোপোলোস বলেন, আবহাওয়ার অবনতি হওয়ায় আগামী সপ্তাহগুলোতে ওই অঞ্চলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়বে।