‘উইওয়ার্ক’ এর মতো ঝূঁকিপূর্ণ যৌথ প্রকল্পে বিনিয়োগ নিয়ে সমস্যাগ্রস্থ জাপানের প্রযুক্তি সংস্থা সফটব্যাঙ্ক গ্রুপ কর্পোরেশনের বোর্ড থেকে পদত্যাগ করছেন চীনা ধনকুবেবর জ্যাক মা।
টোকিওভিত্তিক সফটব্যাঙ্ক আর্থিক ফলাফল প্রকাশের আগে সোমবার জ্যাক মা’র পদত্যাগ ঘোষণা করেছে। তবে কেন তিনি চলে যাচ্ছেন সে বিষয়ে কিছু বলা হয়নি।
চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা বর্তমানে মানবসেবায় মনোনিবেশ করেছেন। করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে যুদ্ধে সহায়তার অংশ হিসাবে তিনি বিভিন্ন দেশকে মাস্ক এবং করোনা পরীক্ষার কিট উপহার দিয়েছেন।
এদিকে জ্যাক মা’র পদত্যাগের পর নতুন তিন জন বোর্ড সদস্যের নাম ঘোষণা করেছে সফটব্যাঙ্ক।
উল্লেখ্য, সফটব্যাঙ্ক আলিবাবার অন্যতম বড় বিনিয়োগকারী। ২০০৭ সালে সফটব্যাঙ্ক বোর্ডে যোগ দেয়া জ্যাক মা’র সাথে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং প্রতিষ্ঠাতা মাসায়োশি সনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।