জিবুতি উপকূলের কাছে লোহিত সাগরে আফ্রিকা থেকে আসা অভিবাসন প্রত্যাশী বহনকারী দুটি নৌকা ডুবে ৪৫ জন নিহত হয়েছেন।
জাতিসংঘের অভিবাসন সংস্থা এই তথ্য জানিয়েছে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, নৌকাগুলো ৩১০ জন আরোহী নিয়ে ইয়েমেন থেকে রওনা হয়েছিল।
ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে প্রতি বছর হাজার হাজার অভিবাসী অনিয়মিত অভিবাসনের চেষ্টা করে। চোরাকারবারিরা ইউরোপ মহাদেশে পৌঁছানোর জন্য তাদের জীবনের ঝুঁকি নিতে ইচ্ছুক অতি আগ্রহী লোকদের নৌকায় তোলে।
তল্লাশি ও উদ্ধার তৎপরতায় সহায়তাকারী জাতিসংঘের সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, ৩২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জিবুতির কোস্টগার্ড জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খোর আঙ্গার অঞ্চলের কাছে একটি সৈকতের ১৫০ মিটার (প্রায় ৫০০ ফুট) দূরে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার ভোরে শুরু হওয়া এ যৌথ উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন তারা। এতে বলা হয়, ১১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা ব্যাগের মধ্যে রাখা নিহতদের ছবিসহ পোস্ট করা এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, 'আমরা নিখোঁজদের খুঁজে বের করতে এবং জীবিতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’