যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ থিংক ট্যাংক ভালদাইয়ের বার্ষিক বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন এ কথা জানান।
পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি তাকে অভিনন্দন জানাতে চাই। আমেরিকার জনগণ বিশ্বাস করে এমন যেকোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে কাজ করবে রাশিয়া।’