ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ৪৩০ কিলোমিটার পশ্চিমে ডিন্ডিগুল জেলার ত্রিচি রোডের ওই হাসপাতালে আগুন লাগে।
এ বিষয়ে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বৃহস্পতিবার রাতে সিটি হাসপাতালের অভ্যর্থনা বিভাগে আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যে তা অর্থোপেডিক কেয়ার ইউনিটসহ পুরো ভবনে ছড়িয়ে পড়ে।’
অগ্নিদগ্ধ হয়ে এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগুন লাগার পর লিফটের ভেতরে আটকে পড়া ছয়জনকে উদ্ধার করা হয়েছে। সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।’
‘লিফটে আটকে পড়াদের প্রায় শ্বাসরোধ হয়ে গিয়েছিল। উদ্ধারের পর দ্রুত চিকিৎসা দিয়ে তাদের অবস্থা স্থিতিশীল করা হয়।’
ওই কর্মকর্তা জানান, কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর তা নিভিয়ে ফেলতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।