দক্ষিণ কোরিয়ার একটি ব্যস্ত সড়কের নিচে থাকা পয়ঃনিষ্কাশন লাইন ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ায় সিঙ্কহোলের সৃষ্টি হয়ে একটি গাড়ি তার মধ্যে পড়ে গিয়ে গাড়িটির দুই আরোহী আহত হয়েছেন।
দেশটির রাজধানী সিউলে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিওদামুন জেলা ফায়ার স্টেশন।
ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে, সিউলের কেন্দ্রীয় অংশের একটি সড়কে অন্তত আড়াই মিটার গভীর (৮ ফুট গভীর) গর্তের মধ্যে একটি সাদা স্পোর্টস কার আটকে আছে।
খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিতে থাকা ৮২ বছর বয়সী পুরুষ চালক ও ৭৬ বছর বয়সী এক নারী আরোহীকে উদ্ধার করেন সিউলের জরুরি বিভাগের কর্মীরা।
দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় গত বছর জানিয়েছিল, ২০১৯ থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত দেশটিতে অন্তত ৮৭৯টি সিঙ্কহোলের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রায় অর্ধেকই ক্ষতিগ্রস্ত নর্দমার পাইপের কারণে হয়েছে বলে সে সময় জানিয়েছিল মন্ত্রণালয়।
গত সপ্তাহে মালয়েশিয়াতেও একই ঘটনা ঘটে। দেশটির রাজধানীর একটি সড়কের ফুটপাথ ধসে অন্তত ৮ মিটার গভীর গর্তে পড়ে ৪৮ বছর বয়সী এক পর্যটক নিখোঁজ হন।
স্থানীয় প্রশাসন জানায়, ভুক্তভোগী সম্ভবত ভূগর্ভস্থ পানির স্রোতে ভেসে গিয়েছেন।