দক্ষিণ কোরিয়া নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির পর একদিনে রেকর্ড ৪ হাজারের বেশি শনাক্ত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছে। স্বাস্থ্যবিধি শিথিল করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে করোনায় শনাক্ত ও মৃত্যু উল্লেখযোগ্য হারে বাড়ছে।
কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি জানিয়েছে, বুধবার নতুন করে আক্রান্ত হওয়া ৪ হাজার ১১৬ জনের বেশির ভাগই রাজধানী সিউল এবং আশেপাশের মেট্রোপলিটন এলাকার বাসিন্দা। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ২৫ হাজার ৬৪ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৫ জন করোনা রোগী মারা গেছেন। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৩ জনে।
উচ্চ টিকা দেয়া হারের মধ্যে সামাজিক দূরত্বের ব্যবস্থা শিথিল করার পর সংক্রমণ এবং হাসপাতালে ভর্তি রোগী সংখ্যা বৃদ্ধি পাওয়া সর্বশেষ দেশ দক্ষিণ কোরিয়া।
থ্যাঙ্কস গিভিং ছুটির সপ্তাহান্তের আগে মার্কিন যুক্তরাষ্ট্রেও শনাক্ত বাড়ছে। এদিকে ইউরোপজুড়ে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার অস্ট্রিয়া দেশব্যাপী কঠোর লকডাউন জারি করেছে।
আরও পড়ুন: ফরাসি প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
বিশ্ব পরিস্থিতি
বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রম চলমান থাকলেও করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ৮৭ লাখ ৮৩ হাজার ৩৬৭ জন এবং মোট মৃতের সংখ্যা ৫১ লাখ ৬৫ হাজার ৬৫৫ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৭৮০ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৭৩ হাজার ৭৭০ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৩ হাজার ৬৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২০ লাখ ৩০ হাজার ১৮২ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৮০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৬ হাজার ১৪৭ জনে।
আরও পড়ুন: করোনার বিধিনিষেধ: বেলজিয়ামে কয়েক হাজার মানুষের বিক্ষোভ