নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়ো রাজ্যের রাজধানী ইবাদানে আয়োজিত শিশুদের উৎসবে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।
রাজ্য পুলিশের মুখপাত্র আদেওয়ালে ওসিফেসো সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত ৩৫ শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উৎসবের আয়োজক হিসেবে চিহ্নিত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মামলাটি ইয়াগানকুতে (ইবাদান) রাজ্য অপরাধ তদন্ত বিভাগের হোমিসাইড বিভাগে স্থানান্তর করা হয়েছে। তদন্তের নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি পুলিশ কমিশনার।
বুধবার সকালে বেসরকারি আয়োজকরা ৫ হাজার শিশুকে নগদ অর্থ বিতরণের পরিকল্পনা ঘোষণা করার পর উৎসব শুরু হলেও পরে তা শোকে পরিণত হয়।