নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার নদীতে একটি খাদ্য বাজারে যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই নারী।
নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম অদু জানিয়েছেন, শুক্রবার প্রায় ২০০ যাত্রী নিয়ে কোগি প্রদেশ থেকে পাশের নাইজারে প্রদেশে যাচ্ছিল নৌকাটি।
কোগি প্রদেশের জরুরি সেবা বিভাগের মুখপাত্র সান্দ্রা মুসা জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকারীরা নদী থেকে ২৭টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পরও কাউকে জীবিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
তবে কেন এই নৌকাডুবি ঘটল, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাত্রা করায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে নৌকায় উপচে পড়া ভিড় একটি সাধারণ বিষয়। ভালো রাস্তার অভাবে অনেকের কাছে নৌপথের বিকল্প নেই।