নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় ইয়োবে রাজ্যে বাস দুর্ঘটনায় অন্তত অন্তত ১২ জন নিহত হয়েছেন। অতিরিক্ত যাত্রীবোঝাই একটি মিনিবাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে বাসে আগুন ধরে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বাইমারি-গেইদাম সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাইজেরিয়ার ট্রাফিক পুলিশের ফেডারেল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার লিভিনাস ইলজুম।
তিনি বলেন, দুর্ঘটনার পর আগুনের তীব্রতা থাকায় মিনিবাসের চালকসহ হতাহতরা অগ্নিদগ্ধ হন।
ট্রাফিক পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ইলজুম বলেছেন, ট্রাকটি সড়ক রোধ করে দাঁড়িয়ে ছিল এবং যাত্রীবোঝাই মিনিবাসটিতে অতিরিক্ত গতি ছিল।