নাইজেরিয়ার কেন্দ্রীয় রাজ্য নাইজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে সাত জন বন্দুকধারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাজ্যের রাজধানী মিন্নায় দেশটির স্থানীয় পুলিশ প্রধান ওগুন্ডেল আয়োদেজি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানান,‘আমরা কুম্বাশি গ্রামে দস্যুদের পরিকল্পিত আক্রমণের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন পেয়েছি। এজন্য তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার জন্য আমাদের কর্মীদের একত্রিত করেছি।’
তিনি বলেন, সামরিকভাবে দক্ষ পুলিশের সদস্য ও স্থানীয় বাহিনীর সঙ্গে ডাকাতদল গ্রামের কাছাকাছি গোলাগুলিতে জড়িয়ে পড়ে ও কয়েকজন বন্দুকধারী গুলিতে আহত হয়ে পালিয়ে যায়।
আয়োদেজি আরও জানান, দুই শিকারি আহত হলে তাদের চিকিৎসার দিতে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
উল্লেখ্য,নাইজেরিয়ার কিছু অংশে সশস্ত্র হামলা একটি সাধারণ নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। যার ফলে মৃত্যু ও অপহরণের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় ৭ বন্দুকধারী নিহত