নেপালে ভূমিধস ও বন্যায় দুই দিনে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে।
রবিবার (৭ জুলাই) নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেছেন, শুক্রবার সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টিতে নেপালজুড়ে বিপর্যয় সৃষ্টি হয়েছে। ভূমিধস ও বন্যায় অন্তত ১৫ জন নিহতের পাশাপাশি অন্তত ১৭ জন আহত হয়েছে।
আরও পড়ুন: বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নেপাল
কারকি বলেন, গত দুই দিনে ভূমিধস ও বন্যার কারণে অন্তত ১২৫টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে; শত শত গবাদি পশু মারা গেছে এবং সারা দেশে কিছু মহাসড়ক বন্ধ হয়ে গেছে।
রাজধানী কাঠমান্ডুর কিছু অংশও প্লাবিত হয়েছে।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় জানমালের ক্ষয়ক্ষতি বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
এর আগে, গত ১০ জুন বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে নেপালে বৃষ্টির কারণে ঘটা দুর্যোগে এ পর্যন্ত ৪৮ জন নিহত হয়েছে।