নেপালে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শনিবার দুপুর পর্যন্ত অন্তত ৫৯ জনের প্রাণহানি ঘটেছে এবং ৩৬ জন আহত হয়েছে।
নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি জানান, শুক্রবার সন্ধ্যা থেকে সৃষ্ট বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্যোগে আরও অন্তত ৪৪ জন নিখোঁজ রয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১ হাজার ২৫২ জনকে উদ্ধার করেছে পুলিশ।
কারকি বলেন, ‘মোট হতাহতদের মধ্যে ৩৪ জনই কাঠমান্ডু উপত্যকার তিনটি জেলার বাসিন্দা। এ ঘটনায় উপত্যকায় আরও অন্তত ১৭ জন নিখোঁজ এবং ১৬ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: নেপালে ভূমিধসে নিহত ৬
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্যোগের কারণে রাজধানী কাঠমান্ডুর সঙ্গে দেশের বাকি অংশের সংযোগকারী মহাসড়কসহ প্রায় সব মহাসড়ক বন্ধ হয়ে গেছে।
উদ্ধার অভিযানে ২০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নেপাল সরকার।
গত ১০ জুন থেকে শুরু হওয়া এ বছর বর্ষা মৌসুমে নেপালে গড় পরিমাণের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।