নেপালের মধ্য-দক্ষিণাঞ্চলীয় রাউতাহাট জেলায় একটি স্পোর্টস ইউটিলিটি গাড়ি মহাসড়ক থেকে উল্টে খাদে পড়ে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ১৩ জন আরোহী নিয়ে গাড়িটি বারা জেলার একটি মন্দির দর্শন শেষে তীর্থযাত্রীদের বাড়ি নিয়ে যাচ্ছিল।
রাউতাহাট জেলা পুলিশের তথ্য কর্মকর্তা রাম কুমার মাহাতো বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান।’
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং হতাহতরা সবাই সিরাহা জেলার একই গ্রামের বাসিন্দা বলে জানান মাহাতো।
পাহাড়বেষ্টিত নেপালে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় শত শত মানুষ প্রাণ হারায়।