পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ওপর সহিংসতার অভিযোগে বেশকিছু ইসরায়েলি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। এর ফলে প্রথমবারের মতো বসতি স্থাপনের কার্যক্রমের জন্য ইসরায়েলিদের ওপর এ ধরনের শাস্তির সিদ্ধান্ত নিল দেশটির সরকার।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস হামলায় অংশ নেওয়ায় সাত ইসরায়েলি ও একটি সংগঠনের ওপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
অভিযোগের মধ্যে রয়েছে- ফিলিস্তিনিদের মারধর, যৌন নিপীড়ন ও নির্যাতনের ফলে গুরুতর আহত এবং কিছু ক্ষেত্রে মৃত্যুও।
আরও পড়ুন: গাজা থেকে ৫ জিম্মির লাশ উদ্ধার করেছে ইসরায়েল
এক বিবৃতিতে ওং জানান, নিষেধাজ্ঞা দেওয়া সংগঠনটি একটি যুব সংগঠন, যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া এবং নিপীড়ন চালানোয় অভিযুক্ত।
তিনি বলেন, ‘ক্যানবেরা দৃঢ় ও ধারাবাহিকভাবে বলে আসছে যে, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ।’
‘সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের জবাবদিহিতার আওতায় আনতে এবং চলমান বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাই। এসব কর্মকাণ্ড শুধু উত্তেজনা বাড়িয়েই যায়, যা স্থিতিশীলতা আনতে ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে ক্ষীণ করে দেয়।’
আরও পড়ুন: সিডনিতে শপিং সেন্টারে ছুরিকাঘাতে ৬ জন নিহত, পুলিশের গুলিতে ঘাতকের মৃত্যু
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) রেডিওতে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ানদের উচিত এই নিষেধাজ্ঞাকে বড় ধরনের শাস্তি হিসেবে স্বীকৃতি দেওয়া।’