পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর করাচিতে একটি শপিং মলে আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ অগ্নিকাণ্ডে ২০ জনেরও বেশি আহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বহুতল আরজে মলটি একটি বাণিজ্যিক ভবনে অবস্থিত। ভবনটিতে কল সেন্টার ও সফ্টওয়্যার প্রতিষ্ঠানও রয়েছে।
করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সিদ্দিকী এক্সে (পূর্বে টুইটার) বলেছেন, আগুন নেভানো হয়েছে, উদ্ধারকাজ চলছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দক্ষিণ সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। চলতি বছরের এপ্রিলে একটি পোশাক কারখানায় আগুন লেগে চার দমকলকর্মী নিহত হয়। আগুনের লেলিহান শিখায় ভবনটি পুড়ে অবশেষে ধসে পড়ে।
২০২১ সালের আগস্টে একই শহরের একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত হয়েছিলেন।
এছাড়া একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে আটকা পড়ে ২৬০ জনের মৃত্যু হয়েছিল।