পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১২ সেনাসদস্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এ ঘটনা ঘটে।
বুধবার বিষয়টি নিশ্চিত করে সেনা কর্মকর্তারা জানান, গাড়িতে বিস্ফোরক নিয়ে ওই সেনা চৌকির সামনে এসে হামলাকারী বিস্ফোরণ ঘটায়।
গত কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী এই হামলা বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময় হয়। এতে ৬ পাকিস্তানি তালেবানের সদস্য (খোয়ারিজ) নিহত হয়।
আরও পড়ুন: পাকিস্তানে রেল স্টেশনে বিস্ফোরণ: নিহত বেড়ে ২৫
বিবৃতি থেকে আরও জানা গেছে, গাড়ি নিয়ে হামলাকারী সেনা চৌকিতে প্রবেশের চেষ্টা করলেও তাকে চেকপোস্টে থামিয়ে দেওয়া হয়। এরপর পোস্টেই বিস্ফারণ ঘটায় সে। বিস্ফোরণে চৌকির একটি দেয়ালের একাংশ ধসে পড়ে এবং সংলগ্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাফিজ গুল বাহাদুর গ্রুপ নামের পাকিস্তানি তালেবানের একটি বিচ্ছিন্ন গোষ্ঠী এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে।