কর্তৃপক্ষ জানিয়েছে, পানামায় জঙ্গল সম্প্রদায়ের উদ্ভট এক ধর্মীয় অনুষ্ঠানে প্রায় ১০ জন যাজক আদিবাসীদেরকে ঘিরে রেখে তাদের ‘পাপের অনুশোচনা’ করাতে নির্যাতন, মারধর, শরীরে আগুন দিয়ে ও কুপিয়ে ৭ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে আরও ১৪ জন।
ঘটনাস্থল থেকে আদিবাসী গোষ্ঠী নগাবা বুগলির ১৪ সদস্যকে মুক্ত করেছে পুলিশ, যাদের শরীরে কাঠ এবং বাইবেল বেধে নির্যাতন চালানো হয়েছিল।
মঙ্গলবার ক্যারিবীয় উপকূলের নিকটবর্তী দুর্গম আদিবাসী এলাকা এনগাবা বুগলের একটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্যাতনের এই দৃশ্য দেখতে পান স্থানীয় প্রসিকিউটর রাফায়েল বালোয়েস।
রাফায়েল বলেন, ‘তারা একটি কাঠামোর মধ্যে এই রীতি পালন করছিল, যেখানে মানুষকে ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছিল।’
গত শনিবার থেকেই এই অনুষ্ঠান চলছিল এবং এর মধ্যেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও জানান প্রসিকিউটর রাফায়েল বালোয়েস।