ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এক ঘোষণায় এ কথা জানান নেতানিয়াহু।
ইসলায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বরখাস্তের চিঠি থেকে জানা গেছে, ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গালান্টের দায়িত্ব শেষ হবে।
এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘গত কয়েক মাসে প্রতিরক্ষামন্ত্রী ও আমার মধ্যে আস্থা কমে গেছে। (সামরিক) অভিযান পরিচালনা নিয়ে (দুজনের মধ্যে) উল্লেখযোগ্য মতানৈক্য দেখা দিয়েছে।’
তিনি বলেন, এই সংকটের ফলে (সামরিক) অভিযান যথাযথভাবে চালিয়ে যাওয়ার প্রক্রিয়াটি বাধাপ্রাপ্ত হচ্ছে।
আরও পড়ুন: গাজা সংকট নিরসনে ফাতাহর সঙ্গে যৌথ প্রচেষ্টা নিয়ে হামাসের আলোচনা
নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও ইসরায়েলের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ গালান্টের স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে। উচ্চ পর্যায়ে সীমিত সামরিক অভিজ্ঞতার কারণে কাটজকে প্রতিরক্ষামন্ত্রী করার সিদ্ধান্তটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
এদিকে, গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী গোষ্ঠী জিম্মি ও নিখোঁজ পরিবার ফোরাম এক বিবৃতিতে বলেছে, সম্ভাব্য জিম্মি চুক্তি বানচাল করতে নেতানিয়াহুর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গোষ্ঠীটি উল্লেখ করেছে, গালান্ট জিম্মি-যুদ্ধবিরতি বিনিময়কে সমর্থন করেছিলেন, গাজায় ইসরায়েলের উদ্দেশ্য পূরণ হয়েছে বলে জোর দিয়েছিলেন। অন্যদিকে, নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ না আসা পর্যন্ত সংঘাত অব্যাহত রাখার আহ্বান জানিয়ে চলেছেন।
আরও পড়ুন: হামাসের আরও এক শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের
উল্লেখ্য, আল্ট্রা-অর্থোডক্স ইহুদি পুরুষদের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) বাধ্যতামূলক নিয়োগকে কেন্দ্র করে নেতানিয়াহু ও গালান্টের মধ্যে বর্তমান বিরোধ শুরু হয়।
ঐতিহ্যগতভাবে এই গোষ্ঠীটির সদস্যরা বহুদিন ধরে বাধ্যতামূলক সামরিক পরিষেবা আওতার বাইরে রয়েছেন। তবে চলমান দ্বন্দ্বের মধ্যে ‘সামরিক খাতে অতিরিক্ত জনশক্তির প্রয়োজন’ উল্লেখ করে তাদের তালিকাভুক্তির পক্ষে সমর্থন করেন গালান্ট। এ বিষয়ে মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) সাত হাজার আল্ট্রা-অর্থোডক্স ইহুদি পুরুষের খসড়া তৈরির অনুমোদন দেন।