ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সাত সন্দেহভাজন অপরাধী নিহত হয়েছে।
দেশটির পশ্চিম মিন্দানাও কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম গঞ্জালেস বলেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে মাগুইন্দানাও দেল নর্তে প্রদেশের পারাং শহরের একটি প্রত্যন্ত দ্বীপে পানির মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর এক সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
গঞ্জালেসের দাবি, নিহত বন্দুকধারীরা স্থানীয় দুটি বিবাদমান গোষ্ঠীর সদস্য।
সংঘর্ষস্থল থেকে গোলাবারুদসহ একটি এম৬০ মেশিনগানও উদ্ধার করেছে কর্তৃপক্ষ।