ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে শক্তিশালী বিস্ফোরণে তিনতলা ভবন ধসে ১০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন৷ শুক্রবার ভোরে রাজ্যের রাজধানী পাটনা থেকে ২৫০ কিলোমিটার দূরে ভাগলপুর শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভাগলপুর জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন বলেছেন, মহেন্দ্র মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। তিনি তার ভবনের সামনে একটি অবৈধ আতশবাজি কারখানা চালাচ্ছিলেন।
আরও পড়ুন: ইউক্রেনে আরও এক ভারতীয় শিক্ষার্থী গুলিবিদ্ধ
তিনি স্থানীয় গণমাধ্যমে বলেছেন, এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রশাসন এখনও মৃতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। ৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
এছাড়া এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন সুব্রত কুমার সেন।
এদিকে এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কথা বলে শুক্রবার সকালে উদ্ধার অভিযানের খবর নিয়েছেন।
আরও পড়ুন: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী