বুরকিনা ফাসোর উত্তর সাহেল অঞ্চলে চলতি মাসের শুরুতে খাবার সংগ্রহ করার সময় ইসলামী উগ্রপন্থীদের হাতে অপহৃত ৬৬ নারী ও শিশুকে মুক্ত করেছে দেশটির সেনাবাহিনী।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
জাতীয় সম্প্রচারকারী আরটিবি জানিয়েছে যে সশস্ত্র বাহিনী দেশটির উত্তরাঞ্চলের কেন্দ্রে একটি সামরিক অভিযানের সময় জিম্মিদের সনাক্ত করেছে। দলটিতে ৩৯ জন নারী ও চারটি শিশু রয়েছে।
আরও পড়ুন: সোমালিয়ার রাজধানীতে দুটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ১০০
কর্তৃপক্ষ জানিয়েছে যে ১২ ও ১৩ জানুয়ারি তারা সৌম প্রদেশের আরবিন্দা শহরের কাছে বন্য ফল সংগ্রহের জন্য গ্রামাঞ্চলে থাকাকালীন ইসলামী চরমপন্থীদের দ্বারা অপহরণের শিকার হন।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, চরমপন্থীরা পশ্চিম আফ্রিকার দেশটির আশেপাশের শহরগুলোকে ঘিরে রেখেছে, মানুষের চলাচল এবং পণ্যগুলোর অবাধ সরবরাহে বাধা দিচ্ছে। আরবিন্দা শহরটি বছরের পর বছর ধরে জিহাদি অবরোধের মধ্যে রয়েছে। নারীরা চলে যাওয়ার চেষ্টা করলে আক্রমণের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।
আল-কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে যুক্ত জিহাদি সহিংসতা বুর্কিনা ফাসোকে গ্রাস করেছে, হাজার হাজার হত্যাকাণ্ড চালিয়েছে এবং পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রায় দু্ই মিলিয়ন লোককে বাস্তুচ্যুত করেছে। যুদ্ধ থামাতে ধারাবাহিক সরকারের ব্যর্থতা ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে এবং ২০২২ সালে দু’বার সামরিক অভ্যুত্থান হয়েছে।
নিরাপত্তা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে সেপ্টেম্বরে যে সামরিক জান্তা ক্ষমতা দখল করে, তারা এখনও সহিংসতা থামাতে লড়াই করছে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় ৭ বন্দুকধারী নিহত