২০২১ সালে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর দায়ে ২৩ বছর বয়সী এক যুবককে আট বছরের কারাদণ্ড দিয়েছে জাপানের একটি আদালত।
ওই বছরের ৯ ফেব্রুয়ারি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওইটার একটি চৌরাস্তায় ডানদিকে মোড় নেওয়া একটি গাড়িকে ধাক্কা দিয়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করেন অভিযুক্ত।
এ ঘটনায় ২০২২ সালের ডিসেম্বরে বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যা মামলা করেন আইনজীবীরা। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে রায় দিয়েছে স্থানীয় ওইটা জেলা আদালত।
মামলার শুনানিতে গাড়ি চালানোর সর্বোচ্চ গতির সীমা পার ও পরোক্ষ হত্যাকাণ্ডের অভিযোগ এনে যুবকের ১২ বছরের কারাদণ্ড চেয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে বিচারে ৮ বছরের কারাদণ্ড ধার্য করে আদালত। তবে আদালত ২৩ বছর বয়সী ওই আসামির নাম প্রকাশ করেনি।