কয়েকদিন ধরে ইউক্রেনের আগ্রাসনের মাঝে বেলগরোদ অঞ্চলে ফেডারেল পর্যায়ের জরুরি অবস্থা ঘোষণা করেছে রাশিয়া।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছেন রাশিয়ার জরুরি অবস্থাবিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভ।
সরকারি বৈঠকের পর কুরেনকভের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বেলগরোদ অঞ্চলে উদ্ভূত জরুরি অবস্থাকে ফেডারেল জরুরি অবস্থা হিসেবে শ্রেণিবদ্ধ করার প্রস্তাব করেন কুরেনকভ। তাতে সাড়া দেয় ফেডারেল কর্তৃপক্ষ।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলার পর ওই অঞ্চলের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের খবর পাওয়া গেছে।
এর আগে, বুধবার স্থানীয় পর্যায়ে জরুরি অবস্থা জারি করেন বেলগরোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।
নিজের টেলিগ্রাম চ্যানেলে তিনি আরও বলেন, পরিস্থিতির উন্নতি না হলে শিগগিরই এই অঞ্চলে ফেডারেল স্তরের জরুরি অবস্থা জারির জন্য ফেডারেল কমিশনের কাছে আবেদন করা হবে।
আরও পড়ুন: উত্তেজনার মাঝেই বেলগরোদে জরুরি অবস্থা জারি করল রাশিয়া