ব্রাজিলে সম্ভাব্য ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা মোট ১০ লাখ ১৭ হাজার ২৭৮টি নথিভুক্ত করা হয়েছে এবং এ রোগে ২১৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ৬৮৭ জনের মৃত্যুর বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশটিতে বর্তমানে প্রতি লাখ বাসিন্দার মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার ৫০১ জন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী নিসিয়া ত্রিনদাদে বলেন, ২০২৩ সালের তুলনায় এ বছর ব্রাজিলে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে পারে। গত বছর ১৬ লাখ ৫৮ হাজার ৮১৬টি কেস রেকর্ড করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী ডেঙ্গুর প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, যা আগে এই রোগে আক্রান্ত হয়নি এমন অনেক অঞ্চলেও ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৪ ডেঙ্গু রোগী
নিজেরা সচেতন হলে ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধ কার্যকর করা সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী