ঢাকা, ১৯ অক্টোবর (ইউএনবি)- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) চুক্তির পক্ষে সমর্থন আদায়ের জন্য শেষ মুহুর্তে সাংসদদের রাজি করানোর সর্বাত্মক চেষ্টা করছেন।
তবে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) এবং বিরোধী দলীয় নেতারা তার বিপক্ষে সরব থাকার পরিকল্পনা করছে।
বিবিসির খবর অনুযায়ী, ‘ব্রেক্সিট সেক্রেটারি স্টিফেন বার্কলে স্বীকার করেছেন যে, এ ইস্যুতে হতে যাওয়া ভোট খুবই ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ হবে। তবে, সরকারকে ‘বিভিন্ন পক্ষের সংশ্লিষ্ট সাংসদদের কথা শুনতে হবে। এখন সাংসদদের কাজ হলো চুক্তিটি পাশ করতে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে সরে আসা এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।’
কমপক্ষে লেবার পার্টির নয়জন সাংসদ এর বিরোধিতা করবে এবং প্রধানমন্ত্রী আশা করছেন গত মাসে পদচ্যুত হওয়া সাংসদ টোরি তার পক্ষ নেবেন।
১৯৮২ সাল ফ্লকল্যান্ডে অধিবেশন শুরু হওয়ার পর থেকে এই প্রথম রীতি ভেঙে সপ্তাহের শনিবারের দিনটিতে ব্রিটিশ পার্লামেন্টে কোনও অধিবেশন বসতে যাচ্ছে।