বরিস জনসন
বরিস জনসনের ঋণ নিয়ে ক্ষোভের মধ্যে বিবিসি প্রধানের পদত্যাগ
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য ২০২১ সালের ঋণের ব্যবস্থা করার ক্ষেত্রে নিজের ভূমিকার বিষয়ে স্বার্থের সম্ভাব্য দ্বন্দ্ব প্রকাশ করতে ব্যর্থ হওয়ার কারণে পদত্যাগ করেছেন বিবিসির চেয়ারম্যান।
শুক্রবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়ার পর তিনি পদত্যাগ করেন।
সরকারের সুপারিশে বিবিসি পদে নিযুক্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে রিচার্ড শার্প ক্রেডিট লাইনের ব্যবস্থা করতে সাহায্য করেছিলেন বলে প্রকাশের পর সরকারের অর্থায়নে পরিচালিত জাতীয় সম্প্রচারকারী সংস্থাটি রাজনৈতিক চাপের মধ্যে পড়েছে।
ধনী কানাডিয়ান ব্যবসায়ী স্যাম ব্লিথের কাছ থেকে আট লাখ পাউন্ড বা (দশ লাখ ডলার) লাইন অফ ক্রেডিট এসেছে। যিনি জনসনের সঙ্গে কনজারভেটিভ পার্টির দাতা শার্পের পরিচয় করিয়েছিলেন। জনসন দলের নেতার পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রীও ছিলেন।
শার্প বলেছিলেন যে তিনি নিয়মগুলোর একটি ‘অজান্তে’ লঙ্ঘন করার পরে ‘বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দিতে’ পদত্যাগ করছেন।
তিনি বলেন, ‘আমি মনে করি যে এই বিষয়টি কর্পোরেশনের ভাল কাজ থেকে একটি বিভ্রান্তি হতে পারে যদি আমি আমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পদে থাকতাম।’।
আরও পড়ুন: ভারতে বিবিসি’র কার্যালয়ে তৃতীয় দিনের মতো অভিযান, কর ফাঁকির অভিযোগ
শার্প বলেছেন যে নতুন চেয়ারম্যান খোঁজ করা হচ্ছে। জুনের শেষ পর্যন্ত নতুন চেয়ারম্যান না পাওয়া পর্যন্ত তিনি বিবিসিতে তার পদে থাকবেন।
শুক্রবার প্রকাশিত জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডাম হেপিনস্টলের ঘটনার একটি প্রতিবেদনে দেখা গেছে যে শার্প ‘সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্ব প্রকাশ করতে ব্যর্থ হয়েছে।’
তদন্তটি ১০০ বছর বয়সী বিবিসির জন্য সর্বশেষ অস্বস্তিকর পর্ব, যা একটি টেলিভিশন সহ সমস্ত পরিবারের দ্বারা প্রদত্ত লাইসেন্স ফি দ্বারা অর্থায়ন করা হয় এবং এর সংবাদ কভারেজের ক্ষেত্রে নিরপেক্ষ হওয়া কর্তব্য।
পাবলিক ব্রডকাস্টার প্রায়শই একটি রাজনৈতিক ফুটবল, রক্ষণশীল সরকারের কিছু সদস্য এর সংবাদ আউটপুটে বামপন্থী তীর্যক দেখেন এবং কিছু উদারপন্থী এটিকে রক্ষণশীল পক্ষপাতিত্বের জন্য অভিযুক্ত করে।
বিবিসি’র প্রধান ক্রীড়া উপস্থাপক ও সাবেক ইংল্যান্ড ফুটবল খেলোয়াড় গ্যারি লিনেকার সোশ্যাল মিডিয়াতে সরকারের অভিবাসন নীতির সমালোচনা করায় বিবিসি মার্চ মাসে বাকস্বাধীনতা এবং রাজনৈতিক পক্ষপাত নিয়ে একটি সমালোচনার মধ্যে পড়েছিল।
ফলে লিনেকারকে স্থগিত করা হয়েছিল এবং তারপরে অন্যান্য ক্রীড়া উপস্থাপক, বিশ্লেষক এবং প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা সংহতিতে বিবিসি এয়ারওয়েভ বর্জন করার পর তার স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসে।
আরও পড়ুন: বাংলাসহ ১০ ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ করছে বিবিসি
১ বছর আগে
অবশেষে দলীয় প্রধানের পদ ছাড়তে রাজি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন অবশেষে তার দল কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন। বৃহস্পতিবার তার কার্যালয় এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জনসনের ডাউনিং স্ট্রিট অফিসের এক কর্মকর্তা নিশ্চিত করে বলেছেন, শিগগিরই প্রধানমন্ত্রী তার পদত্যাগের ঘোষণা দেবেন।
তার পদত্যাগের পর কনজারভেটিভ পার্টি একজন নতুন নেতা বাছাই করার জন্য একটি অভ্যন্তরীণ নির্বাচন করবে, যিনি পরবর্তী প্রধানমন্ত্রীও হবেন। গ্রীষ্মে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে পারে।
এর আগে নৈতিকতা অবক্ষয়ের দায়ে জনসন তার মন্ত্রিসভার পক্ষ থেকে করা পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন। ৫০ জনের বেশি মন্ত্রী তার সরকার থেকে পদত্যাগের পরে সরকারের ভেতর-বাইরের সব মহল থেকে তাকে পদত্যাগ করতে বলা হচ্ছিল।
তবে কনজারভেটিভ পার্টি নতুন নেতা বেছে নেয়ার সময় জনসন অফিসে থাকবেন কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
আরও পড়ুন: বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় ৫ কোটি টাকার বেশি বরাদ্দ দিল যুক্তরাজ্য
এর আগে অর্থমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগ করায় বরিস তার স্থলাভিষিক্ত করেন নাদিম জাহাউইকে। চাকরিতে বসানোর মাত্র ৩৬ ঘন্টা পরেই নবনিযুক্ত অর্থমন্ত্রী নাদিম জাহাউইও বরিস জনসনকে পদত্যাগ করার আহ্বান জানান।
জাহাউই বলেন, জনসন জানেন ‘সঠিক (এই মুহূর্তে) কাজটি’ হলো ‘চলে যাওয়া’।এটাই দেশের জন্য মঙ্গলজনক হবে।
মঙ্গলবার নিয়োগ পাওয়া শিক্ষামন্ত্রী মিশেল ডোনেলানও বৃহস্পতিবার সকালে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এর আগে জনসন তার পদত্যাগের আহ্বানকে প্রত্যাখ্যান করেন। এমনকি কয়েক ডজন মন্ত্রী তার মন্ত্রীসভা থেকে পদত্যাগ করার পরেও তিনি ক্ষমতায় থাকার সিদ্ধান্তে অটল ছিলেন।
ব্রিটিশ মিডিয়া জানিয়েছে জনসনের সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রীদের একটি দল বুধবার ডাউনিং স্ট্রিটে তার অফিসে তার সঙ্গে দেখা করেন। তারা তাকে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে বলেন।
কিন্তু জনসন তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য লড়াই করার সিদ্ধান্ত নেন এবং মন্ত্রী মাইকেল গভকে বরখাস্ত করেন।
স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা ইয়ান ব্ল্যাকফোর্ড দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘তিনি (বরিস জনসন) তার ওপর রাখা বিশ্বাস ভঙ্গ করেছেন। তাকে স্বীকার করতে হবে যে নেতৃত্ব দেয়ার নৈতিক অধিকার তার আর নেই।’
৫৮ বছর বয়সী জনসনের বিরুদ্ধে আগে থেকেই গুঞ্জন ছিল তিনি তার সমর্থকদের গুন্ডামি ও দুর্নীতির অভিযোগ থেকে রক্ষা করেছিলেন। এছাড়াও তিনি মহামারির সময় সরকারি অফিসের কর্মকর্তাদের দ্বারা লকডাউনের নিয়ম ভঙ্গকারী কর্মকাণ্ডের বিষয়েও জনসাধারণের কাছে অসৎ ছিলেন বলে কথিত আছে।
কিন্তু সম্প্রতি জনসনের বিরুদ্ধে রক্ষণশীল আইন প্রণেতা ক্রিস পিনচারের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ আমলে না নেয়ার অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ সম্পর্কে জানা সত্বেও তিনি পিনচারকে বড় পদে বসান বলে তার বিরুদ্ধে আক্রোশ বাড়ে।
বুধবার কয়েক মিনিটের ব্যবধানে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ও অর্থমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগ করেন। মন্ত্রিপরিষদের এই দুই হেভিওয়েট মন্ত্রীর পদত্যাগ জনসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করে। কারণ এই দুই মন্ত্রী ব্রিটেনের সাম্প্রতিক বড় দুট সংকট-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কোভিড-১৯ মহামারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন: আব্রামোভিচসহ ৭ রুশ নাগরিকের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
‘আন্তর্জাতিক উন্নয়ন কৌশল’ বিশ্বব্যাপী অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক বৃদ্ধি করবে: যুক্তরাজ্য
২ বছর আগে
কিয়েভ যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রবিবার কিয়েভ সফরে যাবেন। যদিও যুক্তরাষ্ট্রের দিক থেকে এখনও এটি নিশ্চিত করা হয়নি কিন্তু আশা করা হচ্ছে রাশিয়ার হামলা শুরুর পর থেকে এটাই হবে কিয়েভে যুক্তরাষ্ট্র সরকারের ঊধ্বতন কর্মকর্তাদের প্রথম সফর।
বিবিসি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের নেতাদের জানিয়েছেন যে আরও সামরিক উপকরণ দেশটিতে পাঠানো হবে।
অপরদিকে, মারিউপোল শহরের আযভস্টাল নামের যে বিশাল ইস্পাত কারখানাটি ইউক্রেনীয় সৈন্যদের প্রতিরোধের শেষ কেন্দ্র-সেখানে রাশিয়ানরা কোন সৈন্যকে হত্যা করলে শান্তি আলোচনা বাতিল করে দেয়ার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, খেরসন শহরে স্বাধীনতার জন্য কোন গণভোটের আয়োজন করা হলেও তিনি একই পদক্ষেপ গ্রহণ করবেন অর্থাৎ শান্তি আলোচনা থেকে সরে যাবেন।
কিয়েভ মেট্রোতে প্রায় তিন ঘণ্টার দীর্ঘ এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শান্তি আলোচনার স্বার্থে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাত করতে আগ্রহী।
এছাড়া ওডেসায় আবাসিক ভবনে রাশিয়ার হামলার বিষয়েও কথা বলেন তিনি। ওই হামলায় তিন মাসের একটি শিশুসহ আট জন নিহত হয়েছে বলে জানা গেছে।
পড়ুন: পুতিন ও জেলেনস্কির সঙ্গে দেখা করবেন জাতিসংঘের মহাসচিব
গণতন্ত্র রক্ষায় অবদানের জন্য পুরস্কার পেলেন জেলেনস্কি
২ বছর আগে
আগামী সপ্তাহে কিয়েভে দূতাবাস খুলবে যুক্তরাজ্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাজ্য আগামী সপ্তাহে ইউক্রেনের রাজধানীতে তাদের দূতাবাস পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার ভারত সফরের সময় বরিস জনসন পরিকল্পিত এই পদক্ষেপের ঘোষণা দেন।
পূর্ব ইউক্রেনে লক্ষ্য নির্ধারণ করায় কিয়েভ থেকে রুশ সেনা প্রত্যাহারের পর থেকে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকরা কিয়েভে ফিরে এসেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সংহতি প্রকাশ করতে জনসন চলতি মাসে কিয়েভে একটি আকস্মিক সফর করেন।
সেসময়ে বরিস ইউক্রেনের জন্য আর্থিক ও সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজের কথা বলেন। এছাড়া তিনি যুদ্ধের পরে শহরটিকে (কিয়েভ) পুনর্নির্মাণে সহায়তা করার যুক্তরাজ্যের প্রতিশ্রুতির কথা জেলেনস্কিকে জানান।
আরও পড়ুন: গণতন্ত্র রক্ষায় অবদানের জন্য পুরস্কার পেলেন জেলেনস্কি
স্যাটেলাইট ছবিতে মারিউপোলের কাছে সম্ভাব্য গণকবরের সন্ধান
২ বছর আগে
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান করবেন বলে জানিয়েছে তাঁর কার্যালয়। শুক্রবার ভোরে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলায় সেটিতে আগুন ধরে যাওয়ার পর এমন ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জনসন শুক্রবার ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। ব্রিটেন অবিলম্বে রাশিয়া ও ঘনিষ্ঠ সহযোগীদের কাছে এ বিষয়টি উত্থাপন করবেন বলে জানান।
জনসনের কার্যালয় বলছে, তিনি ও জেলেনস্কি একমত যে রাশিয়াকে অবিলম্বে আক্রমণ বন্ধ করতে হবে এবং বিদ্যুৎকেন্দ্রে জরুরি পরিষেবার নিরবচ্ছিন্ন প্রবশের অনুমতি দিতে হবে। এ সময় তারা যুদ্ধবিরতি অপরিহার্য বলেও সম্মত হন।
আরও পড়ুন: ইউক্রেনে আরও এক ভারতীয় শিক্ষার্থী গুলিবিদ্ধ
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘প্রধানমন্ত্রী বলেছেন (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনের বেপরোয়া পদক্ষেপ এখন সমগ্র ইউরোপের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে। তিনি বলেছেন (যুক্তরাজ্য) পরিস্থিতির যাতে আরও অবনতি না হয় তা নিশ্চিত করার জন্য সবকিছু করবে।’
এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন।
এর আগে শুক্রবার ভোরে রুশ বাহিনীর গোলার আঘাতে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায়। এটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং এ প্লান্ট থেকে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদনের এক-চতুর্থাংশ আসে।
বিদ্যুৎকেন্দ্রটির মুখপাত্র আন্দ্রি টুজ ইউক্রেনীয় টেলিভিশনকে বলেছেন, গোলা সরাসরি জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রে পড়ছিল এবং এর ছয়টি চুল্লির মধ্যে একটিতে আগুন ধরে যায়। ওই চুল্লিটি কাজ করছে না এবং সংস্কার করা হচ্ছে। তবে এর ভেতরে পারমাণবিক জ্বালানি রয়েছে।
টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা তাদের ভারী অস্ত্র নিক্ষেপ বন্ধের দাবি জনাই। বিদ্যুৎকেন্দ্রে পরমাণু বিপদের সত্যিকারের ঝুঁকি রয়েছে।’
দমকলকর্মীদের গুলি করা হচ্ছে বলে তারা আগুন নেভাতে এর কাছে যেতে পারেছেন না বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাশিয়ার হামলায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন
এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এক টুইট বার্তায় জানায়, ইউক্রেনীয় পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে রুশ সেনাদের হামলার শিকার ওই বিদ্যুৎকেন্দ্রে বিকিরণের মাত্রার কোনো পরিবর্তন হয়নি।
সংস্থাটি বলছে, তাদের মহাপরিচালক মারিয়ানো গ্রসি ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শ্মিগাল ও দেশটির নিয়ন্ত্রক ও অপারেটরের সঙ্গে জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে যোগাযোগ করছেন।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, চুল্লিগুলো এখনও ক্ষতিগ্রস্ত হয়নি এবং বিকিরণের মাত্রাও স্বাভাবিক রয়েছে।
২ বছর আগে
এবছরও ভারতের প্রজাতন্ত্র দিবসে থাকছে না কোনো বিদেশি অতিথি
টানা দ্বিতীয় বছরের মতো এবারও ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন না।
এ বিষয়ে বিশ্বস্ত একটি সূত্র ইউএনবিকে জানায়, দেশটির করোনা পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাওয়ায়, দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
পাঁচ দশক পর গতবছর ভারত তার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনো বিদেশি অতিথিকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় নি।
১৯৫০ সালে দেশটির সংবিধান কার্যকরের দিনটির স্মরণে প্রতিবছর জানুয়ারি মাসের ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে ভারত।
আরও পড়ুন: বাঙালি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ আর নেই
করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত বছরের মতো এবারও ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সীমিত পরিসরে করার সিদ্ধান্ত নেয়। করোনার আগে যেখানে এক লাখ ১৫ হাজার অতিথি আমন্ত্রিত হতো, এবার সেখানে মাত্র ২৪ হাজার অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে।
গত বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ভারতের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায়, বরিস তার ভারত সফর বাতিল করেন।
উল্লেখ্য, এর আগে ১৯৬৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আকস্মাৎ মৃত্যুতে সে বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনো বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয় না। সে বছর প্রজাতন্ত্র দিবসের দুই দিন আগে ২৪ জানুয়ারি প্রয়াত ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৯
ভারতে একদিনে আড়াই লাখ করোনা রোগী শনাক্ত
২ বছর আগে
‘জয় বাংলা’ বলে ব্রিটিশ বাংলাদেশিদের ধন্যবাদ জানালেন বরিস জনসন
করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসার জন্য ব্রিটিশ বাংলাদেশিদের ‘জয় বাংলা’ বলে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া তিনি বলেছেন, ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে আগামী ৫০ বছরের বন্ধুত্বের জন্য অপেক্ষা করছে।
বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার সময় এক ভিডিও বার্তায় বরিস এ কথা বলেন। তিনি বলেন, ‘আসুন ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে আগামী ৫০ বছরের বন্ধুত্বের অপেক্ষায় থাকি। জয় বাংলা।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই সপ্তাহে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও ৪০ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে যুক্তরাজ্য। সুতরাং, এখনই নিজের, আপনার বন্ধুদের এবং আপনার পরিবারের সবাইকে টিকা নিতে উৎসাহিত করুন।
আরও পড়ুন: যুক্তরাজ্য ওমিক্রন সংক্রমণের ঢেউয়ের মুখোমুখি: বরিস জনসন
বরিস জনসন বলেন, এই মুহূর্তে হাজার হাজার ‘অসাধারণ’ বাংলাদেশি চিকিৎসক ও নার্স যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা কার্যক্রমের আওতায় কাজ করছেন এবং সেবা-যত্ন দিয়ে অন্যদের জীবন রক্ষা করছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তাদের এই প্রচেষ্টাকে সমর্থন করতে এবং তাদের নিরাপদ রাখতে আপনারা যা করতে পারেন, তা হল যত তাড়াতাড়ি সম্ভব টিকার ‘বুস্টার ডোজ’ নিয়ে নিতে পারেন।
বরিস আরও বলেন, অনুগ্রহ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করুন এবং করোনার ওমিক্রন ধরণ থেকে নিজেদের রক্ষা করুন।
আরও পড়ুন: কোয়ারেন্টাইনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
করোনার বিরুদ্ধে যুদ্ধে বরিস জনসনের ‘উল্লেখযোগ্য অগ্রগতি’
৩ বছর আগে
ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে
ব্রিটেনে মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে বিশ্বের ৬০ টি দেশে নতুন এই ধরনটি ছড়িয়ে পড়লেও এই প্রথম এতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর জানা গেল।
সোমবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন তার দেশে ওমিক্রন আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি বরিস।
ইতোমধ্যে যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্ত হয়ে ১০ জন লোক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে রবিবার দেশটির এক টেলিভিশন চ্যানেলে দেয়া ঘোষণায়, প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ১৮ বছর বা তার বেশি বয়সী প্রত্যেককে ৩১ ডিসেম্বরের মধ্যে টিকার তৃতীয় ডোজ দেয়া হবে। এরপর আজ সারাদিন দেশটির টিকা কেন্দ্রগুলিতে বুস্টার ডোজ নিতে আসা ব্যক্তিদের দীর্ঘ লাইন দেখা যায়।
আরও পড়ুন: যুক্তরাজ্য ওমিক্রন সংক্রমণের ঢেউয়ের মুখোমুখি: বরিস জনসন
টেলিভিশনে দেয়া বার্তায় বরিস বলেন, আমরা এখন করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ফলে একটি জরুরি অবস্থার মুখোমুখি হয়েছি। ভ্যাকসিনের বুস্টার ডোজ এখন আমাদের কাছে থাকা সবচেয়ে কার্যকর উপায়। এটি ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে।
এদিন বরিস আরও জানিয়েছেন, যুক্তরাজ্য করোনভাইরাসের নতুন শনাক্ত হওয়া ওমিক্রন সংক্রমণের ‘ঢেউ’ এর মুখোমুখি রয়েছে। এর বিরুদ্ধে লড়তে সবার জন্য বুস্টার ভ্যাকসিনেশন ঘোষণা করেছে দেশটির সরকার। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে ১৮ বছর বা তার বেশি বয়সী প্রত্যেককে ওমিক্রনের জন্য ‘জরুরি’ ভিত্তিতে ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেয়া হবে। এর আগে টার্গেট ছিল জানুয়ারির শেষ পর্যন্ত বুস্টার ডোজ দেয়া হবে।
তিনি বলেন, ব্রিটেনে প্রতি দুই থেকে তিন দিনে অত্যন্ত সংক্রামক এই ধরনের বিস্তার দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এভাবে বাড়তে থাকলে খুব শিগগিরই দেশে ‘ওমিক্রনের ঢেউ’ আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: দেশে জিম্বাবুয়েফেরত ২ নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত
তিনি আরও বলেন, এটি এখন সবাই জানে আমাদের সুরক্ষার জন্য ভ্যাকসিনের দুটি ডোজ যথেষ্ট নয়, তাই আমি ভয় পাচ্ছি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, কিন্তু সুসংবাদ হল যে আমাদের বিজ্ঞানীরা আশা করছেন ভ্যাকসিনের তৃতীয় ডোজ অর্থাৎ একটি বুস্টার ডোজ আমাদের সুরক্ষা স্তর তৈরি করতে পারবে।
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সির তথ্য মতে, ওমিক্রন আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বর্তমানে ব্যবহার্য ভ্যাকসিনগুলোর কার্যকারিতা তুলনামূলক কম দেখা যায়। অন্যকে ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেয়ার পরে কার্যকারিতা ৭০ থেকে ৭৫ শতাংশ বেড়ে যায়।
ব্রিটেনে ১২ বছর বা তার বেশি বয়সের ৮০ শতাংশেরও বেশি মানুষ দুই ডোজ ভ্যাকসিন পেয়েছে এবং প্রাপ্তবয়স্কদের ৪০ শতাংশ ভ্যাকসিনের তিন ডোজ পেয়েছে।
আরও পড়ুন: ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ২১
৩ বছর আগে
যুক্তরাজ্য ওমিক্রন সংক্রমণের ঢেউয়ের মুখোমুখি: বরিস জনসন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, যুক্তরাজ্য করোনভাইরাসের নতুন শনাক্ত হওয়া ওমিক্রন সংক্রমণের ‘ঢেউ’ এর মুখোমুখি রয়েছে। এর বিরুদ্ধে লড়তে সবার জন্য বুস্টার ভ্যাকসিনেশন ঘোষণা করেছে দেশটির সরকার।
সোমবার একটি টেলিভিশন বিবৃতিতে বরিস বলেছেন, চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে ১৮ বছর বা তার বেশি বয়সী প্রত্যেককে ওমিক্রনের জন্য ‘জরুরি’ ভিত্তিতে ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেয়া হবে। এর আগে টার্গেট ছিল জানুয়ারির শেষ পর্যন্ত বুস্টার ডোজ দেয়া হবে।
তিনি বলেন, ব্রিটেনে প্রতি দুই থেকে তিন দিনে অত্যন্ত সংক্রামক এই ধরনের বিস্তার দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এভাবে বাড়তে থাকলে খুব শিগগিরই দেশে ‘ওমিক্রনের ঢেউ’ আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এটি এখন সবাই জানে আমাদের সুরক্ষার জন্য ভ্যাকসিনের দুটি ডোজ যথেষ্ট নয়, তাই আমি ভয় পাচ্ছি।
আরও পড়ুন: করোনার নতুন ভ্যারিয়েন্ট: যুক্তরাজ্যে নতুন সতর্কতা
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, কিন্তু সুসংবাদ হল যে আমাদের বিজ্ঞানীরা আশা করছেন ভ্যাকসিনের তৃতীয় ডোজ অর্থাৎ একটি বুস্টার ডোজ আমাদের সুরক্ষা স্তর তৈরি করতে পারবে।
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সির তথ্য মতে, ওমিক্রন আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বর্তমানে ব্যবহার্য ভ্যাকসিনগুলোর কার্যকারিতা তুলনামূলক কম দেখা যায়। অন্যকে ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেয়ার পরে কার্যকারিতা ৭০ থেকে ৭৫ শতাংশ বেড়ে যায়।
ব্রিটেনে ১২ বছর বা তার বেশি বয়সের ৮০ শতাংশেরও বেশি মানুষ দুই ডোজ ভ্যাকসিন পেয়েছে এবং প্রাপ্তবয়স্কদের ৪০ শতাংশ ভ্যাকসিনের তিন ডোজ পেয়েছে।
আরও পড়ুন: যুক্তরাজ্যে শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হলেন টিউলিপ সিদ্দিক
সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ফেরত দিতে যুক্তরাজ্যের প্রতি বাংলাদেশের আহ্বান
৩ বছর আগে
বরিস জনসনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন ওলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পাঠানো এক শোক বার্তায় হাসিনা বলেন, ‘আপনার মা শার্লট জনসন ওলের আকস্মিক মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও আমি শোক প্রকাশ করছি এবং আপনার মায়ের মৃত্যুতে অপূরণীর ক্ষতির জন্য শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
শেখ হাসিনা জনসন ওলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর মা শার্লট জনসন ওল মঙ্গলবার ৭৯ বছর বয়সে মারা যান।
আরও পড়ুন: বাংলাদেশে চলমান সহযোগিতা অব্যাহত থাকবে: ব্রিটিশ হাইকমিশনার
বাংলাদেশ, ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় ফিলিপসের মৃত্যুতে সত্যিকার বন্ধু হারাল: প্রধানমন্ত্রী
৩ বছর আগে