এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে করোনা মহামারির তাণ্ডব এখনও চলছে। সোমবার ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ১৪৮ জন। এখন পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি দুই লাখ ৭৯ হাজার ৩৩১ জন।
সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। এ বছরের ১৪ এপ্রিলের পর এই প্রথম ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু এক হাজারের নিচে নামল। রবিবার সকাল পর্যন্ত করোনায় মোট মারা গেছে ৩ লাখ ৯৬ হাজার ৭৩০ জন।
আরও পড়ুন: জোড়া ড্রোন হামলায় কেঁপে উঠল জম্মু কাশ্মীরের বিমান ঘাঁটি
পাকিস্তানে গত ২৪ ঘন্টায় নতুন করে এক হাজার জনের কম লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) জানিয়েছে, ৯১৪ জন নতুন করে আক্রান্ত হওয়ার পর দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯ লাখ ৬৫৭ জনে। এর মধ্যে নয় লাখ এক হাজার ২০১ জন সুস্থ্য হয়েছে।
আরও পড়ুন: যুদ্ধবিরতির পর ফের গাজায় ইসরায়েলের বিমান হামলা
এনসিওসি আরও জানায়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে করোনা সংক্রমণের হার বেশি। পাঞ্জাবে তিন লাখ ৪৫ হাজার ৯০০ জন আর সিন্ধু প্রদেশে তিন লাখ ৩৬ হাজার ৭৬ জন আক্রান্ত হয়েছে।
সোমবার ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬৯৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৩৫ হাজার ৯৯৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৪২৩ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৫৭ হাজার ৫৬১ জন।
আরও পড়ুন: তাইওয়ানে রেকর্ড সংখ্যক চীনা বিমানের অনুপ্রবেশ
ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬০৪ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩ হাজার ৫৮৮ জন। এছাড়া নতুন করে করোনায় মারা গেছে ৮৪ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ৪৫৬ জন।
থাইল্যান্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৪০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৮৫৩ জন।