ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের একটি চিড়িয়াখানায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ১২টির বেশি বাঘের মৃত্যু হয়েছে।
দেশটির বিয়েন হোয়া শহরের ভুন জোয়াই চিড়িয়াখানার তত্ত্বাবধায়কের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস জানিয়েছে, প্রাণীগুলোকে নিকটবর্তী খামার থেকে কেনা মুরগি খাওয়ানোর পর তারা (বার্ড ফ্লুতে) অসুস্থ হয়ে পড়ে। এরপর চিতা ও বেশ কয়েকটি শাবকসহ এ পর্যন্ত মোট ২০টি বাঘের মৃত্যুর হয়েছে। মরদেহগুলো পুড়িয়ে চিড়িয়াখানা প্রাঙ্গণে পুঁতে ফেলা হয়েছে।
চিড়িয়াখানার ব্যবস্থাপক নগুয়েন বা ফুক বলেন, ‘বাঘগুলো খুব তাড়াতাড়ি মারা গেল। তাদের দুর্বল দেখাচ্ছিল, খেতে চাচ্ছিল না এবং দুদিন অসুস্থ থাকার পর একে একে মারা যায়।’
বাঘের শরীর থেকে নেওয়া নমুনায় বার্ড ফ্লু সৃষ্টিকারী ভাইরাস এইচ৫এন১ পজিটিভ পাওয়া গেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: টাইফুন ইয়াগি: ভিয়েতনামে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩
এ ঘটনার পর চিড়িয়াখানার আরও ২০টির বেশি বাঘকে পর্যবেক্ষণের জন্য আলাদা করা হয়েছে। ওই চিড়িয়াখানায় সিংহ, ভাল্লুক, গণ্ডার, জলহস্তী ও জিরাফসহ প্রায় তিন হাজার প্রাণী রয়েছে।
ভিএনএক্সপ্রেস জানিয়েছে, যে ৩০ জন কর্মী বাঘের যত্ন নিচ্ছিলেন তাদের বার্ড ফ্লু পরীক্ষার ফল অবশ্য নেগেটিভ এসেছে। তাদের শারীরিক অবস্থাও স্বাভাবিক রয়েছে।
এর আগে, সেপ্টম্বর মাসে নিকটবর্তী লং আন প্রদেশের একটি চিড়িয়াখানাতেও এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এক সপ্তাহের মধ্যে সেখানবার ২৭টি বাঘ ও ৩টি সিংহ মারা যায়।
প্রাণী থেকে আসা অস্বাভাবিক ফ্লু স্ট্রেনগুলি মাঝে মাঝে মানুষের মধ্যেও পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় দুজন দুগ্ধ কর্মী বার্ড ফ্লুতে সংক্রমিত হয়েছেন। এর ফলে চলতি বছর দেশটিতে মোট ১৬ জনের শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে।