করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটিতে নতুন বিধিনিষেধ কার্যকরের কয়েক ঘণ্টা আগে এ হামলার ঘটনা ঘটল।
অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ গুলিবর্ষণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর বলেন, ‘আমরা ফেডারেল রাজধানীতে একটি ঘৃণ্য সন্ত্রাসী হামলার শিকার হয়েছি যা এখনও অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘হামলার ঘটনায় এক বন্দুকধারীও নিহত হয়েছেন, তবে বেশ কয়েকজন অপরাধী এখনও পলাতক রয়েছেন। যতদূর আমরা জানি, তারা মনে হয় স্বয়ংক্রিয় অস্ত্রসহ খুব সুসজ্জিত হবে। তারা খুব ভালো প্রস্তুতি নিয়ে এ হামলা চালায়।’
পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানীর কেন্দ্রস্থলজুড়ে বেশ কয়েকটি গুলি ছোঁড়া হয়, সেখানে ছয়টি শ্যুটিং লোকেশন ছিল।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওতে গুলির শব্দ শোনা গেছে এবং রাস্তায় লোকজনকে দৌড়াতে দেখা গেছে।
পুলিশ আরও জানায়, ঘটনা তদন্ত করা হচ্ছে। ঘটনাটির সূত্রপাত হয়েছে ইহুদিদের একটি সিনাগগের কাছে যা শহরটির প্রধান উপাসনালয় হিসেবে সুপরিচিত। অবশ্য হামলা শুরুর সময় সিনাগগটি বন্ধ ছিল।