স্বাধীনতার ৬৭তম বার্ষিকী পালন করলো মালয়েশিয়া। পুত্রজায়ার প্রশাসনিক কেন্দ্রে এই জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, শনিবার (৩১ আগস্ট) এ আয়োজনে নাগরিক সমাজ সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সিভিল সার্ভিস এবং সশস্ত্র বাহিনীসহ মালয়েশিয়ার সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্বকারী ৫৯টি দলের হয়ে ১৭ হাজারেরও বেশি লোক এই আয়োজনে অংশ নিয়েছিল।
আয়োজনে উপস্থিত থেকে দলগুলোর কুচকাওয়াজ দেখেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মন্ত্রিসভার সদস্যরা।
এ আয়োজনে বিমান বাহিনী যুদ্ধবিমান এবং বিভিন্ন হেলিকপ্টার গঠন এবং কৌশল নিয়ে একটি শো আয়োজন করে।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে দেওয়া এক ভাষণে আনোয়ার বলেন, জাতি আজ যে স্বাধীনতা উপভোগ করছে তা অর্জিত হয়েছে ঐক্যবদ্ধ জনগণের শক্তির মাধ্যমে।
তিনি আরও বলেন, ‘সব মালয়েশীয়কে ঐক্যবদ্ধ শক্তির ভিত্তিতে অর্জিত এই স্বাধীনতা উদযাপনে স্বাগত জানাই। প্রত্যেকের আলাদা মতামত রয়েছে কিন্তু এই অর্জনে সবাইকে একমত হতে হবে। আমাদের প্রিয় দেশটির প্রত্যেক নাগরিককে সুরক্ষা দিতে হবে, ভালোবাসা দেখাতে হবে এবং পর্যাপ্ত প্রতিরক্ষা দিতে হবে।’