মিসরের দক্ষিণাঞ্চলীয় আসিউত প্রদেশে তিনতলা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
আসিউতের গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানায়, সোমবার পূর্ব আসিউতের ওই ভবনটি ধসে পড়ে এবং উদ্ধারকারী দলগুলো গত ২৪ ঘণ্টা ধরে জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
আসিউতের গভর্নর এসাম সাদ দুর্ঘটনাস্থলে গিয়েছেন।
নিহতদের পরিবারকে জরুরি আর্থিক সহায়তা এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন তিনি।
বিবৃতিতে বলা হয়, ধসে পড়া ভবন ও এর আশপাশের ভবন পরীক্ষা করতে, ধসের কারণ খুঁজে বের করতে এবং আশেপাশের বাড়িগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে একটি প্রকৌশল কমিটি গঠন করতে বলেছেন গভর্নর।
বিবৃতিতে আরও জানানো হয়, ‘আশপাশের ভবনগুলোও পরীক্ষা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কিছু বাড়ি খালি করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের জীবন রক্ষায় প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আরও পড়ুন: মিশরে আবাসিক ভবন ধসে ৫ জন নিহত