মিশরের রাজধানী কায়রোর উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাঈদ প্রদেশে বুধবার এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
মিশরের রাষ্ট্র পরিচালিত আখবার এল-ইয়োম নিউজ ওয়েবসাইটের প্রকাশিত খবরে বলা হয়েছে, পোর্ট সাইদের একটি মহাসড়কে একটি ভারী ট্রাক, একটি বাস ও আরও তিনটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়েই অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, রাস্তার বেহাল দশা, দ্রুতগতিতে গাড়ি চালানো ও ট্রাফিক আইনের শিথিল প্রয়োগের কারণে মিশরে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।
সড়ক দুর্ঘটনা কমাতে গত কয়েক বছর ধরে সড়ক যোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন করছে মিশর।
মিশরের সরকারি পরিসংখ্যান সংস্থা সিএপিএমএএস মে মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল, ২০২২ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মোট ৭ হাজার ৭৬২ জনের মৃত্যু হয়। এরপর ২০২৩ সালে তা কমে ৫ হাজার ৮৬১ জনে দাঁড়িয়েছে।