রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (১৩ আগস্ট) ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ওলেকসান্ডার সিরস্কির সঙ্গে ভিডিও কলে আলাপের পর টেলিগ্রামে একটি পোস্টে জেলেনস্কি বলেন, ‘কঠিন ও তীব্র লড়াই সত্ত্বেও আমাদের বাহিনী কুরস্ক অঞ্চলে অগ্রসর হচ্ছে এবং আমাদের রাষ্ট্রের বিনিময় তহবিল বাড়ছে।’
ইউক্রেন কুরস্ক অঞ্চলের ৭৪টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, এসব বসতিতে ‘পরিদর্শন ও স্থিতিশীলতার’ ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় আহত ১৩
ইউক্রেন-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর জন্য মানবিক সমাধানের বিকাশ অব্যাহত রয়েছে জানিয়ে তিনি জানান, ইউক্রেনের ‘পরবর্তী পদক্ষেপের’ প্রস্তুতিও চলছে।
টেলিগ্রামে জেলেনস্কির অফিশিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে বলা হয়েছে, সিরস্কি জেলেনস্কিকে জানিয়েছেন যে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনী কুরস্ক অঞ্চলের ৪০ বর্গকিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
সিরস্কির মতে, সোমবার (১২ আগস্ট) ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডের প্রায় এক হাজার বর্গকিলোমিটার নিয়ন্ত্রণে নিয়েছে।
আরও পড়ুন: কুরস্কে পারমাণবিক নিরাপত্তায় ইউক্রেন-রাশিয়াকে সংযত হওয়ার আহ্বান