লেবাননের সীমান্ত এলাকার কাছে চারটি শহরকে 'বদ্ধ সামরিক অঞ্চল' ঘোষণা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। যে ঘোষণা এসব এলাকায় স্থল অভিযান চালানোর সম্ভাব্য ইঙ্গিত দিয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, রোশ হানিক্রা, শ্লোমি, হানিতা ও আরব আল-আরমশে এলাকায় 'পরিস্থিতিগত মূল্যায়নের' পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাত ১০টা থেকে এসব এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এর আগে লেবাননের বেসামরিক নাগরিকদের সিডনের উত্তরে আওয়ালি নদী এবং রোশ হানিক্রার মধ্যবর্তী উপকূলীয় অঞ্চল ছেড়ে যাওয়ার আহ্বান জানান সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রেই। এরপর এবার এই ঘোষণা এলো।
গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।