লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ২৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের সামরিক সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ৩৫টি এবং পূর্বাঞ্চলে ১২টি হামলা চালিয়েছে ইসরায়েল।
বেসামরিক প্রতিরক্ষা দল, লেবাননের রেড ক্রস ও ইসলামিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনও নিখোঁজদের সন্ধানে বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপ অপসারণে কাজ করছে।
সামরিক সূত্রগুলো জানিয়েছে, লেবাননের খিয়াম গ্রামের পূর্ব দিক থেকে কেন্দ্রস্থলে অগ্রসর হওয়ার চেষ্টা করায় হিজবুল্লাহর সঙ্গে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে লিপ্ত রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এখনও তারা খিয়ামের কেন্দ্রস্থলে হিজবুল্লাহর একটি প্রধান ঘাঁটির কাছাকাছি পৌঁছাতে পারেনি।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৭৯২: স্বাস্থ্য মন্ত্রণালয়
এদিকে, এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের সদস্যরা ইসরায়েলের বেশ কয়েকটি সৈন্য সমাবেশ লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।
সামরিক সূত্রগুলো আরও জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে এবং খিয়ামের পূর্ব ও দক্ষিণ উপকণ্ঠের দিকে বেশ কয়েকটি রকেট ও আর্টিলারি শেল নিক্ষেপ করেছে দেশটির সেনাবাহিনী।
বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১৩ হাজার ৪৭ জন আহত হয়েছেন।
গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। অক্টোবর মাসের শুরুর দিকে ইসরায়েল তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করে।