সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র খবরে এই তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সানা জানিয়েছে,ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আরও পড়ুন: ইসরায়েলের ফিলিস্তিন বিরোধী নীতিকে 'টাইম বোমা' আখ্যা দিয়েছে আরব লীগ
ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস দক্ষিণ ইসরায়েলে ভয়াবহ হামলা চালানোর পর সিরিয়ায় প্রথমবারের মতো হামলা চালালো ইসরায়েল।
এই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফরের একদিন আগে এই বিমান হামলা চালালো ইসরায়েল।
আরও পড়ুন: হামাসের আকস্মিক হামলা-ইসরায়েলি প্রতিক্রিয়ায় নিহত ১০০০ ছাড়িয়েছে
লেবাননের হিজবুল্লাহসহ তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে ইরান থেকে অস্ত্রের চালান ঠেকাতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল।
সিরিয়ার ১২ বছর ধরে চলা সংঘাতে ইরান সমর্থিত হাজার হাজার যোদ্ধা যোগ দিয়েছে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর পক্ষে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করছে।
ইসরায়েল সাম্প্রতিক বছরগুলোতে দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে হামলাসহ সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকার অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালিয়েছে। তবে এসব হামলা ও অভিযানের বিষয়ে খুব কমই স্বীকার করে বা আলোচনা করে দেশটি।
আরও পড়ুন: কঠোর লড়াইয়ের পর ইসরায়েলি সৈন্যরা খুঁজে পান ধ্বংসস্তূপ ও শিশু হত্যার চিহ্ন