সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ে গত এক সপ্তাহে তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া জীবন বাঁচাতে অন্তত ৩ লাখ ৭০ হাজার মানুষ ঘর ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার (৬ ডিসেম্বর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) সতর্ক করে বলেছে, দেশটির উত্তরাঞ্চলে শুরু হওয়া বৈরিতা আস্তে আস্তে দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ছে। এর ফলে সিরিয়ার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। লড়াইয়ের কারণে দেশটির অবকাঠামোগত ক্ষতিসহ (জাতিসংঘের) ত্রাণ সরবরাহ কার্যক্রমও হুমকিতে পড়েছে।
ওসিএইচএ জানিয়েছে, গত এক সপ্তাহে শত শত বেসামরিক লোক হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।
ওসিএইচএর মতে, সঠিক সংখ্যা নিশ্চিত না হওয়া গেলেও শুধু হামা এলাকায় ৩৭০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া হাজার হাজার মানুষ দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পালিয়ে গেছে।
সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি অবনতি হওয়ার পর থেকে অন্তত ৩ লাখ ৭০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে এক লাখ লোক একাধিকবার স্থানচ্যুত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে ওসিএইচএ।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কর্মরত বেসরকারি সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, ৬০ থেকে ৮০ হাজার মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ২৫ হাজারেরও মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে।