বৈরুত, ০৯ অক্টোবর (এপি/ইউএনবি)- উত্তর সিরিয়ার রাক্কা শহরে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা হামলা চালিয়েছে বলে মার্কিন-সমর্থিত বাহিনী ও মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে।
বুধবারের প্রথম হমলাটি হয়েছে মার্কিন-সমর্থিত কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের একটি ফাঁড়িকে লক্ষ্য করে, যা এক সময় চরমপন্থীদের নিয়ন্ত্রণাধীন ছিল।
সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্ক আক্রমণ শুরু করবে বলে আশঙ্কার মাঝে এ হামলাটি করা হয়।
কুর্দি যোদ্ধারা বলছে, আইএস রাক্কায় তিনটি আত্মঘাতী হামলা চালিয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
একজন মানবাধিকার কর্মী গুলি ও বিস্ফোরণের খবর প্রকাশ করে বলছেন, রাক্কায় নীরব হত্যা চলছে।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে একটি গোষ্ঠী বলছে, এই হামলায় দুজন আইএস যোদ্ধা জড়িত ছিল, যারা নিজেদের উড়িয়ে দেয়ার আগে গুলিবর্ষণ করে।