সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশেরের দক্ষিণে একটি শরণার্থী শিবির ও বাজারে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) গোলা নিক্ষেপে অন্তত ১৫ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন।
রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ইব্রাহিম খাতির বলেন, ‘এ পর্যন্ত ১৫ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছে। জমজম শিবির ও গবাদি পশুর বাজারে আরএসএফ মিলিশিয়াদের গোলাবর্ষণ এখনও অব্যাহত রয়েছে।’
হতাহতদের অধিকাংশই শিশু ও নারী বলে জানান তিনি।
এক যৌথ বিবৃতিতে স্থানীয় বেসরকারি গোষ্ঠী এল ফাশেরের প্রতিরোধ কমিটিও বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবারের গোলাবর্ষণের বর্ণনায় এক প্রত্যক্ষদর্শী বলেন, গত ১০ মে আরএসএফ এল ফাশেরে অবরোধ শুরু করার পর থেকে সবচেয়ে সহিংস হামলা ছিল এটি।
তিনি বলেন, ‘শরণার্থীতে ঠাসা জমজম শিবিরের মাঝখানে অন্তত ছয়টি গোলা পড়ে। এছাড়া আরও চারটি গোলা পড়ে এল ফাশেরের দক্ষিণে পশুর বাজারে।’
আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিলের মাঝামাঝি থেকে সুদানের সশস্ত্র বাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত অব্যহত রয়েছে। এতে এ পর্যন্ত ২৭ হাজারের বেশি মানুষের মৃত্যু এবং ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।