সুপার টাইফুন ইয়াগির কারণে ফিলিপাইনের ১৫ জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড (পিসিজি)।
শনিবার (৭ সেপ্টেম্বর) কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ঝড়ের কবলে পড়ে গত ১ সেপ্টেম্বর লুজন দ্বীপের পূর্বাঞ্চলীয় ইসাবেলা প্রদেশের ফিলিপাইন রাইজের নিকটবর্তী জলসীমায় অন্য নৌকা থেকে আলাদা হয়ে যায় নিখোঁজ জেলেদের নৌকাটি।
পিসিজি জানিয়েছে, ইয়াগি এগিয়ে আসার কথা শুনে জেলেরা তাদের মাছ ধরার কার্যক্রম বন্ধ করার চেষ্টা করেছিল। ঝড়টি পরবর্তীতে একটি সুপার টাইফুনে পরিণত হয়ে শুক্রবার চীনের উপকূলে আঘাত হানে।
দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের (এনডিআরআরএমসি) মতে, এই টাইফুনের আঘাতে অন্তত ২০ প্রাণহানি হয়েছে। এছাড়া ফিলিপাইনজুড়ে এখনও কমপক্ষে ২৬ জন নিখোঁজ রয়েছেন।