ভিয়েতনামের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ইয়াগি ও এর কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মঙ্গলবার দুপুর পর্যন্ত অন্তত ৮২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া দেশটিতে আরও অন্তত ৬৪ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়।
দেশটির পার্বত্য প্রদেশ কাও বাংয়ে ১৯ জন নিহত হয়েছে। ওই অঞ্চলে নিখোঁজ রয়েছে আরও ৩৬ জন। এছাড়া লাও কাই প্রদেশে ১৯ জন, ইয়েন বাই প্রদেশে ২২ জন, কোয়াং নিনহ প্রদেশে ৯ জন নিহত হয়েছেন।
অন্যদিকে, রাজধানী হ্যানয়, হাই ফং শহর, হোয়া বিনহ, হাই ডুয়ং, লাং সন, তুয়েন কুয়াং, হা গিয়াং ও লাই চাউ প্রদেশে বাকিরা নিহত হয়েছেন।
আরও পড়ুন: টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ৬৫, নিখোঁজ ৩৯
মন্ত্রণালয়ের ডাইক ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, শক্তিশালী বাতাসের আঘাতে উপকূলীয় কোয়াং নিনহ ও হাই ফং শহরের ৪৮ হাজার ৩৩৭টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো-মেটিওরোলজিক্যাল ফোরকাস্টিং জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার দেশটির উত্তরাঞ্চলে পানির স্তর বাড়তে পারে। সেইসঙ্গে বেশ কয়েকটি নদীর পানি সর্বোচ্চ সতর্কতা স্তরে পৌঁছাতে পারে।