লেবাননের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহর রকেট হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
দুই সেনা কর্মকর্তাসহ নিহতরা অষ্টম আর্মার্ড ব্রিগেডের রিজার্ভ সদস্য ছিলেন বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ।
ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন কান টিভি নিউজ জানিয়েছে, সৈন্যরা যখন রসদ সরবরাহ গ্রহণ করছিল, তখন লেবাননের একটি গ্রামের এক বাড়ির সামনে হিজবুল্লাহর ছোড়া রকেটের আঘাতে ওই হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় সাত ইসরায়েলি সেনা বেশ আহত এবং ১০ জন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে চ্যানেলটি।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ গণমাধ্যমকর্মী নিহত
এ ঘটনার পর বুধ ও বৃহস্পতিবার মিলিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে, এই সময়ে আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন।
পৃথক এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রাদওয়ান এলিট ইউনিটের কমান্ডার আব্বাস আদনান মোসলেমকে হত্যা করেছে।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার পুরো সময়জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।