গত ১১ মাসে নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর হাতে সন্দেহভাজন সন্ত্রাসী ও ডাকাতসহ মোট ৮ হাজার ৩৪ জন বন্দুকধারী নিহত হয়েছে।
নাইজেরিয়ার সামরিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
রাজধানী আবুজায় দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এডওয়ার্ড বুবা সাংবাদিকদের বলেন, জানুয়ারি থেকে ডিসেম্বরের শুরুর দিকে দেশজুড়ে অন্তত ১১ হাজার ৬২৩ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তত ৬ হাজার ৩৭৬ জন জিম্মিকে উদ্ধার করেছে সামরিক বাহিনী।
এ সময়ে সন্দেহভাজন বন্দুকধারীদের কাছ থেকে ৮ হাজার ২১৬টি অস্ত্র ও ২ লাখ ১১ হাজার ৪৫৯টি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।