বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে 'খলিলুর রহমান নলেজ সেন্টার' উদ্বোধন করেছে বিজিএমইএ।
মঙ্গলবার(২ এপ্রিল) ঢাকায় বিজিএমই’র প্রধান কার্যালয়ে এটির উদ্বোধন করা হয়।
খলিলুর রহমানের মেয়ে নাসরিন সুবহান, ছেলে স্থপতি নাহাস আহমেদ খলিল ও পুত্রবধূ রূপা সায়েফের উপস্থিতিতে 'খলিলুর রহমান নলেজ সেন্টার' উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
বিজিএমইএ বৈশ্বিক বাজারের প্রবণতার ক্রমবর্ধমান প্রেক্ষাপটে নেভিগেট করার ক্ষেত্রে ক্রমাগত শেখার ও উদ্ভাবনের গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে বিজিএমইএ ভবিষ্যতের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান দিয়ে শিল্প অংশীজনদের গড়ে তোলার চেষ্টা করছে।
বিজিএমইএর সাবেক সভাপতি প্রয়াত মেজর জেনারেল খলিলুর রহমানের (অব.) সম্মানে নামকরণ করা এই নলেজ সেন্টারটি বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদানের প্রতি শ্রদ্ধার প্রতীক।
আরও পড়ুন: উচ্চমানের পণ্য বৈচিত্র্যকরণ এবং নতুন রপ্তানি বাজার অনুসন্ধানে জোর দিচ্ছে বিজিএমইএ
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি তৈরি পোশাক শিল্পের মধ্যে প্রতিযোগিতা এবং টেকসই প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য অব্যাহত জ্ঞানার্জনের অপরিহার্যতার উপর জোর দেন।
তিনি শিল্প-প্রাসঙ্গিক জ্ঞানার্জনে সহায়তা এবং এর সামগ্রিক প্রতিযোগিতা বৃদ্ধিতে নলেজ সেন্টারটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা তুলে ধরেন।
অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস সম্বলিত খলিলুর রহমান নলেজ সেন্টার প্রশিক্ষণ সেশন, সেমিনার এবং কর্মশালার সুবিধার্থে শিক্ষা ও সহযোগিতার কেন্দ্র হিসেবে কাজ করবে।
এর ডিজিটাল-ভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে, শিল্প বিশেষজ্ঞ, পণ্ডিত এবং বিশ্বজুড়ে পেশাদাররা ভার্চুয়ালি যুক্ত হওয়ার, বর্তমান ও উদীয়মান ব্যবসায়িক বিষয়গুলোর পাশাপাশি শিল্প-সম্পর্কিত প্রযুক্তিগুলোতে অগ্রগতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি ও দক্ষতা বিনিময় করার সুযোগ পাবেন।